ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সালমানকে জন্মদিনে যা বললেন সাবেক ‘প্রেমিকা’ ক্যাটরিনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
সালমানকে জন্মদিনে যা বললেন সাবেক ‘প্রেমিকা’ ক্যাটরিনা সালমান খান ও ক্যাটরিনা কাইফ

এক সময় চুটিয়ে ‘প্রেম’ করেছেন বলিউড অভিনেতা সালমান খান ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। কিন্তু তা এখন শুধুই অতীত।

দু’জনের পথ এখন একেবারে আলাদা।

কিন্তু সোমবার (২৭ ডিসেম্বর) সালমান খানকে তার জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভুল করেননি সদ্য বিয়ে করা ক্যাটরিনা।  

ইনস্টাগ্রাম স্টোরিতে সালমান খানের ছবি শেয়ার করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এই অভিনেত্রী।

ক্যাপশনে তিনি লেখেন, ‘তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। সমস্ত ভালোবাসার আলো এবং উজ্জ্বলতা চিরকাল তোমার দিকেই থাকুক। ’

সালমান এবং ক্যাটরিনার মধ্যে খুব ভালো বন্ধন রয়েছে এবং সবাই তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা জানেন। বেশকিছু সিনেমাতে তারা একসঙ্গে কাজ করেছেন। তারা কখনোই একে অপরকে শুভেচ্ছা জানাতে ভুল করেন না।

সালমানের সঙ্গে ক্যাটরিনা ‘প্রেম’ করার গুঞ্জন ছিল অনেকদিনের। তবে এই অভিনেতার সঙ্গে বিচ্ছেদের পর ভিকিকে জীবন সঙ্গী হিসেবে বেঁচে নেন তিনি। গত ৯ ডিসেম্বর যোধপুরের সোয়াই মাধোপুর জেলার সিক্স সেন্সেস বারওয়ারা ফোর্টে রাজকীয় আয়োজনে ভিকি কৌশলকে বিয়ে করেন।  

এদিকে, জন্মদিনের আগেই বিপাকে পড়েছেন সালমান খান। সাপের কামড়ে তাকে যেতে হয়েছে হাসপাতালে। যদিও এখন সুস্থ আছেন তিনি। নিজের ফার্মহাউজে বন্ধুদের সঙ্গে জন্মদিন উদযাপন করেছেন ‘ভাইজান’।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।