ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নাচে-গানে নতুন রূপে দোলা

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
নাচে-গানে নতুন রূপে দোলা সংগীতশিল্পী দোলা

এবার নিজের গানে নিজেই মডেল হয়ে নাচলেন এ সময়ের সংগীতশিল্পী দোলা। গানের শিরোনাম ‘আমি দোলা’।

নাচে-গানে ভরপুর এ গানের ভিডিওর নির্দেশনা দিয়েছেন বলিউডের কোরিওগ্রাফার ও নির্মাতা আদিল শেখ।  

সম্প্রতি টিএম রেকর্ডসের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে। ‘নাম আমার দোলা, আমি আগুনেরই গোলা, তুই কোন বাপের পোলা, সামনে পড়িস না’-পার্টিমুডের এই গানটিতে শিল্পী দোলা নতুন রূপে আবির্ভূত হয়েছেন।  

গানের কথা লিখেছেন কৌশিক হোসেন তাপস। এর সুর ও সংগীতায়োজনও তার করা। আর ফারজানা মুন্নীর প্রযোজনা ও স্টাইলিংয়ে বিপুল বাজেটের গানটি চিত্রায়িত হয়েছে মুম্বাইয়ে।

গানটির প্রসঙ্গে দোলা বলেন, এটা আমার জন্য একটা ড্রিম প্রজেক্ট। যখন গানটির মিউজিক করা হলো, তখন বুঝতে পারলাম দারুণ কিছু হতে যাচ্ছে। এবার প্রকাশ হয়েছে ভিডিও আকারে। আমি আশা করি ‘আমি দোলা’ গানটা যারা দেখছে সবার ভালো লাগছে।  

আত্মপ্রকাশের পর টিএম রেকর্ডস থেকে প্রকাশিত হয়েছে আরেফিন রুমির কণ্ঠে ‘তুই আর আমি’ শিরোনামের গান। যার মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের গানে মডেল হয়েছেন পশ্চিমবঙ্গের চিত্রনায়িকা মিমি চক্রবর্তী।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।