ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ফারুকী-তিশার ঘরে আসছে নতুন অতিথি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
ফারুকী-তিশার ঘরে আসছে নতুন অতিথি তিশা ও ফারুকী

বছর শেষে সুখবর দিলেন তারকা দম্পতি মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। প্রথমবার বাবা-মা হতে চলেছেন তারা।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ফেসবুকে নিজেদের ছবি প্রকাশ করে বিষয়টি ফারুকী-তিশা দু'জনই। ছবিতে তিশার বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছে।

ফারুকী লেখেন, ‘সন্তানের চোখে নিজের জন্ম হতে দেখা, একজন মা হিসেবে, একজন বাবা হিসেবে, এক অনির্বচনীয় অনুভূতিই আসলে। বেশ কিছুদিন ধরে তিশাকে এবং আমাকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে- ‘তিশাকে কেনো কোথাও দেখা যাচ্ছে না?’ ‘সে কেনো সবকিছুতে অনুপস্থিত?’ অনুপস্থিত কারণ আমাদের জীবনে আরেকজন মানুষের উপস্থিতি।

তিনি আরও লেখেন, ‘তিশা এবং আমি আমাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছি। আপনারা দোয়া করবেন যাতে আমাদের সন্তান মায়ের গর্ভের নিরাপদ আশ্রয় থেকে সুস্থভাবে এই পৃথিবীর আলো বাতাসে আসে। ’

তিশা লেখেন, 'আলহামদুলিল্লাহ। নতুন বছর, নতুন পরিচয়ের অপেক্ষা। '

২০১০ সালে ১৬ জুলাই ভালোবেসে বিয়ে করেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তাদের ১১ বছরের সংসার জীবনে প্রথমবার সন্তান জন্ম নিতে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।