ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আল্লাহ তোমাকে ছাড়বে না ইলিয়াস: সুবাহ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২১
আল্লাহ তোমাকে ছাড়বে না ইলিয়াস: সুবাহ

বিয়ের এক মাস না যেতেই অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহর সংসারে ভাঙনের সুর। স্বামী গায়ক ইলিয়াস হোসেন দাবি করেছেন, সুবাহ নাকি তাকে ফাঁসিয়ে বিয়ে করতে বাধ্য করেছে।

 

তাদের বিয়ের পরই অভিযোগ ওঠে, দ্বিতীয় স্ত্রী কারিন নাজকে ডিভোর্স না দিয়েই বিয়ে করেছেন ইলিয়াস।  

সুবাহ তার ফেসবুক পেজে লিখেছেন, তুমি আমার স্বামী হয়ে আমাদের এত সুন্দর বিয়েটাকে বলছো আমি তোমাকে ফাঁসিয়ে বিয়ে করেছি? আরে সুন্দর সহজ সরল চেহারার পিছনে যে কতটা কুৎসিত একটা ভয়ঙ্কর মানুষ বাস করে তা আমি তোমার বউ ছাড়া কেউ জানে না। আল্লাহ তোমাকে ছাড়বে না ইলিয়াস হোসেন।  

এর আগে, নিজের ফেসবুক পেইজে ইলিয়াসের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে পোস্ট দেন সুবাহ। ইলিয়াসের সঙ্গে সংসার করা সম্ভব না, সংসার করার চেয়ে মরে যাওয়া ভালো এ ধরনের নানা বিষয় লেখেন তিনি। তিনি লেখেন, ‘প্রতিটা মেয়েই অনেক স্বপ্ন নিয়ে গায়ে হলুদ করে হাসিখুশিভাবে বিয়ে করে সংসার করার জন্য; বাচ্চা জন্ম দেয় মা হওয়ার জন্য। আমার সঙ্গে বিয়ের পরে ইলিয়াস আর কারিনের এমন কিছু রেকর্ড শুনেছি যেগুলো আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। এসব শুনে আসলেই ওর সঙ্গে থাকা সম্ভব না। এর থেকে মরে যাওয়া ভালো। কিন্তু কিছু ছেলে আছে বিয়েটাকে খেলা হিসেবে নিয়ে মেয়েদের জীবন নষ্ট করে দেয়। ’

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।