ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এ বছর বিয়ের পরিকল্পনা নেই: নুসরাত ফারিয়া 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২২
এ বছর বিয়ের পরিকল্পনা নেই: নুসরাত ফারিয়া  নুসরাত ফারিয়া

গ্ল্যামার, অভিনয় আর স্মার্টনেসের কারণে অন্য এক উচ্চতায় পৌঁছে গেছেন ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া। শুধু বাংলাদেশ নয়, কলকাতায়ও রয়েছে তার অসংখ্য ভক্ত।

সদ্য বিদায়ী বছরের ডিসেম্বর মাসে নতুন সুখবর দিয়েছেন নুসরাত ফারিয়া। ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে পড়াশোনা শেষ করেছেন তিনি।  

২০২২ সালের প্রথম দিনে বাংলানিউজের সঙ্গে আলাপকালে নুসরাত ফারিয়া জানালেন নতুন বছরের প্রত্যাশার কথা। এ অভিনেত্রী বলেন, গেল দুই বছরে করোনা ভাইরাসের কারণে অনেক কাজই থেমে গেছে। নতুন বছরে করোনা দূর হয়ে সবার জীবনে স্বাভাবিক গতি ফিরে আসুক। আমাদের দেশে ভালো ভালো সিনেমা নির্মাণ হোক। দর্শক হলমুখী হোক এমনটাই প্রত্যাশা থাকবে।  

তিনি আরও বলেন, আমার বেশ কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। সেগুলো আশা করছি চলতি বছরে মুক্তি পাবে। নতুন বছরকে ঘিরে আরও কিছু পরিকল্পনা আছে। সেগুলোও চাইবো বাস্তবায়ন হোক। ধীরে ধীরে সেই পরিকল্পনাগুলো সামনে আসবে।  

প্রায় সাত বছরের পরিচয়ের পর রনি রিয়াদ রশীদের সঙ্গে ২০২০ সালের ১ মার্চ বাগদান সারেন নুসরাত ফারিয়া। বিষয়টি ওই বছরের ৮ জুন সামনে আনেন এ অভিনেত্রী। বাগদান সারলেও এখনও বিয়ের পিঁড়িতে বসেননি নুসরাত ফারিয়া।  

নতুন বছরে বিয়ের পরিকল্পনা আছে কিনা সে বিষয়ে নুসরাত ফারিয়া বলেন, এই মুহূর্তে কাজ নিয়ে ব্যস্ত রয়েছি। বিয়ের সবকিছু গুছিয়ে নিতেও কয়েক মাস সময় লাগে। সেই সময়টা নেই। আর রনিও কাজ নিয়ে ব্যস্ত আছে। তাই এ বছরেও বিয়ের পরিকল্পনা নেই।  

বর্তমানে নুসরাত ফারিয়ার হাতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে তৈরি চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’। মনপুরা’খ্যাত গুণী নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের ‘গুনিন’, কলকাতার নায়ক অঙ্কুশ হাজরার সঙ্গে ‘বিবাহ অভিযান ২’।

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে নুসরাত ফারিয়া অভিনীত দীপংকর সেনগুপ্ত দীপনের ‘অপারেশন সুন্দরবন’, ‘ঢাকা ২০৪০’ ও নূর ইমরান মিঠুর ‘পাতালঘর’ নামের সিনেমাগুলো।  

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।