ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পরিবারের নানা সমস্যার গল্প

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২২
পরিবারের নানা সমস্যার গল্প মারজুক রাসেল, চাষি আলম ও আইরিন আফরোজ

প্রত্যেক পরিবারে কিছু না কিছু সমস্যা থাকে। একেক পরিবারের সমস্যা একেক রকম।

এমনই পারিবারিক নানা সমস্যার গল্প নিয়ে নির্মিত হলো ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি প্রবলেম’।  

নিজের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন নাসির উদ্দিন মাসুদ।  

এতে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় একঝাঁক তারকা। তাদের মধ্যে রয়েছেন মারজুক রাসেল, রুনা খান, চাষি আলম, জে এস হিমি, মুসাফির সৈয়দ, এলেন শুভ্র, মুকিত জাকারিয়া, সাবেরী আলম, হান্নান শেলি, আব্দুল্লাহ রানা, শর্মি সারমিন, সুমাইয়া আনজুম মিথিলা, আইরিন আফরোজ, তামান্না সরকার, সিয়াম নাসির, আনোয়ার হোসেন, শামিম হোসেনসহ অনেকে।

ধারাবাহিকটির গল্প তৈরি করা হয়েছে ৫ বিবাহিত যুবককে ঘিরে। যাদের কারোরই বউ নেই! কারণ সবার বউ ছেড়ে গেছে তাদের চরিত্র ও বিভিন্ন পারিবারিক সমস্যার কারণে।

নির্মাতা নাসির উদ্দিন মাসুদ জানান, এই ৫ জন বিবাহিত ব্যাচেলার ও তাদের পরিবারের নানা রকম সমস্যা নিয়েই এগিয়ে যাবে ‘ফ্যামিলি প্রবলেম’র গল্প।

ধারাবাহিকটি ২ জানুয়ারি থেকে প্রতি রোববার থেকে শুক্রবার রাত ৮টায় নাগরিক টিভিতে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।