ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শুভর ‘এই শহরে’ প্রকাশ্যে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
শুভর ‘এই শহরে’ প্রকাশ্যে

নতুন গান বাঁধলেন কণ্ঠশিল্পী সাইফ শুভ। বিশ্ব ভালোবাসা দিবসে গানচিত্র আকারে তিনি প্রকাশ করলেন ‘এই শহরে’ শিরোনামের ভালোবাসার একটি গান।

মুহাম্মদ শোয়াইবের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন রাজন সাহা।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) গানটি স্টুডিও জয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।  

গানটি প্রসঙ্গে সাইফ শুভ বলেন, ‘এই শহরে’ একদম অন্যরকম কথা-সুর এবং সংগীত আয়োজনের তৈরি একটি গান। এটি সেসব মানুষদের উদ্দেশ্যে উৎসর্গ করছি, যারা এই শহরে আমাকে গোপনে গোপনে ভালোবেসে চলেছেন।

তিনি জানান, গানটির ভিডিও নির্মাণ করেছেন কলকাতার নির্মাতা সৌরদীপ্ত চৌধুরী, ও তার টিম। কলকাতা ও বাংলাদেশের বেশকিছু লোকেশনে এর শুটিং হয়েছে। গানচিত্রটির মডেল হয়েছেন নীল ব্যানার্জী ও অন্বেষা দেবনাথ।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।