ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লেন ঊষা

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লেন ঊষা বাপ্পি লাহিড়ী- উষা উত্থুপ

এক সময়ে বাপ্পি লাহিড়ী ও উষা উত্থুপ জুটি মানেই সুপারহিট গান। সেই জুটিই আজ ভেঙে গেল।

বাপ্পি লাহিড়ীর মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না উষা উত্থুপ।  তার মৃত্যুর খবর শুনেই কান্নায় ভেঙে পরেন কিংবদন্তি এই গায়িকা।

তিনি বললেন, ঈশ্বর একটু দয়া করুন। আমি বিধ্বস্ত, শোকাহত। বাপ্পিদা সবসময় বলতেন আমাদের জুটি অটুট। বাপ্পিদা ৬ মাস আগেই জিজ্ঞেস করেছিল, কয়েকটা গান আছে, চলো করি। আমি জানি না কী বলব, খুব বিধ্বস্ত লাগছে। আমার যে কোনও অনুষ্ঠান তার গান ছাড়া অসম্পূর্ণ ছিল।

২০২১ সালের এপ্রিলে করোনা আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাপ্পি লাহিড়ী। পরে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। কিন্তু অসুস্থ হয়ে গেল একমাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আবারও সোমবার হাসপাতাল থেকে বাসায় ফেরেন এই গায়ক।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) নতুন করে বাপ্পি লাহিড়ীর অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই কিংবদন্তি গায়ক ও সংগীত পরিচালক।  

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।