ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘ভারতের প্রথম রকস্টার ছিলেন বাপ্পি লাহিড়ী’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
‘ভারতের প্রথম রকস্টার ছিলেন বাপ্পি লাহিড়ী’ বাপ্পি লাহিড়ীর সঙ্গে আদনান সামি

ভারতের কিংবদন্তী সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী আর নেই। তার মৃত্যুতে শোক নেমে এসেছে দেশটির সঙ্গীতাঙ্গনে।

একের পর এক তারকারা শোক জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করছেন।  

কিংবদন্তি এই সঙ্গীতশিল্পীকে নিয়ে টুইট করেছেন আরে সঙ্গীতশিল্পী আদনান সামি। বাপ্পি লাহিড়ী ভারতের প্রথম রকস্টার ছিলেন বলেও জানান তিনি।

আদনান সামি লেখেন, ‘বাপ্পি লাহিড়ী ভারতের প্রথম রকস্টার। তার হৃদয় ভালোবাসা ও উদারতায় পূর্ণ ছিল। তাকে খুব মিস করবো। চলতে চলতে... মেরে ইয়ে গীত ইয়াদ রাখনা... কাভি আলবিদা না কেহ না… কাভি আলবিদা না কেহ না... (আমার এ সঙ্গীত মনে রাখবেন, কখনো বিদায় বলবেন না) শান্তিতে থাকুন প্রিয় বাপ্পি দা...। ’

উল্লেখ্য, মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১ টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের কিংবদন্তী সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী। তবে বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে হাসপাতাল কর্তৃপক্ষ তার মৃত্যুর খবর প্রকাশ করে। মৃত্যুকালে এই সংগীতশিল্পীর বয়স হয়েছিল ৬৯ বছর।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।