ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কলকাতার সিনেমায় যশের নায়িকা ফারিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২২
কলকাতার সিনেমায় যশের নায়িকা ফারিয়া ফারিয়া ও যশ

পশ্চিমবঙ্গের সংসদ সদস্য-অভিনেত্রী নুসরাত জাহানের সঙ্গে ‘প্রেম’ কিংবা ‘বিয়ে’ নিয়ে কয়েক বছর ধরেই বেশ আলোচনায় রয়েছেন অভিনেতা যশ দাশগুপ্ত। এই নায়কের সঙ্গেই প্রথমবার পর্দায় জুটি বাঁধলেন বাংলাদেশের নুসরাত ফারিয়া।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) থেকে ‘রকস্টার’ নামের সিনেমাটির শুটিং শুরু করেছেন যশ। শুটিং চলবে টানা ৩ মার্চ পর্যন্ত।

বিষয়টি নুসরাত ফারিয়া নিজেই নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারতের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং হবে। রোমান্টিক থ্রিলার সিনেমাটি নির্মাণ করছেন অংশুমান প্রত্যুষ। প্রযোজনায় রয়েছেন শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল। ভারত ও বাংলাদেশে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে জানা যায়, শুটিং শুরু হলেও আজই ফারিয়া এতে যুক্ত হচ্ছেন না। কিছুদিনের মধ্যেই তিনি কলকাতা গিয়ে এর কাজে অংশ নেবেন।

নুসরাত ফারিয়াকে সর্বশেষ ২০২০ সালে শাকিব খানের বিপরীতে ‘শাহেনশাহ’ সিনেমায় দেখা গিয়েছিল। তার হাতে রয়েছে ‘অপারেশন সুন্দরবন’সহ বেশকিছু সিনেমা।  

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২২
জেআইএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।