ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মুম্বাইয়ে বাপ্পি লাহিড়ীর শেষকৃত্য সম্পন্ন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২২
মুম্বাইয়ে বাপ্পি লাহিড়ীর শেষকৃত্য সম্পন্ন

ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ীকে শেষ বিদায় জানিয়েছে তার পরিবার, সহকর্মী ও অনুরাগীরা।  

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ফুলের চাদরে সাজিয়ে এই শিল্পীর মরদেহ নেওয়া হয় মুম্বাইয়ের ভিলে পার্লের পবন হংস শ্মশানে।

এরপর এদিন সন্ধ্যায় সেখানেই  ‘ডিস্কো কিং’র শেষকৃত্য সম্পন্ন হয়।

এর আগে বাবার শেষকৃত্য সম্পন্ন করতে লস অ্যাঞ্জেলস থেকে ভারতে ছুটে আসেন ছেলে  বাপ্পা লাহিড়ী। পিতৃহারা হওয়ার দুঃসংবাদ পেয়ে তড়িঘড়ি ফেরেন তিনি। মুম্বাই পৌঁছেই দেখতে পান অন্তঃপ্রাণ মানুষটি চিরঘুমে শুয়ে আছেন। বাবার শেষকৃত্যের সময় ভেঙে পড়েছিলেন বাপ্পা। তবুও নিজের হাতেই মুম্বাইয়ের ভিলে পার্লেতে বাবার শেষকৃত্য সম্পন্ন করেন তিনি।

এতে অংশ নিয়েছেন বলিউড ইন্ডাস্ট্রির কাছের মানুষ ও বাপ্পি লাহিড়ীর অনুরাগীরা। সবাই প্রিয় গায়ককে চোখের জলে শেষ বিদায় জানান।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১ টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাপ্পি লাহিড়ী। মৃত্যুকালে এই সংগীতশিল্পীর বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি ওএসএ তথা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিতে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুতে সংগীতের একটি বড় অধ্যায়ের অবসান ঘটলো।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।