ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মদপ্য অবস্থায় পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করায় অভিনেত্রী আটক

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২২
মদপ্য অবস্থায় পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করায় অভিনেত্রী আটক কাব্য থাপর

মদপ্য অবস্থায় মুম্বাইয়ের রাস্তায় একটি গাড়িকে ধাক্কা মারা ও পুলিশের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে আটক করা হয় ভারতীয় অভিনেত্রী কাব্য থাপরকে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে এই ঘটনা ঘটে।

 

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ২৬ বছর বয়সী ওই অভিনেত্রী মদপ্য অবস্থায় একটি গাড়িকে ধাক্কা মারেন। সেই দুর্ঘটনায় আহত হন এক ব্যক্তি।  

ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন কাব্য। এর পরেই তাকে একাধিক বিধি ভঙ্গের জন্য বিচারবিভাগীয় হেফাজতে নেয় মুম্বাইয়ের জুহু থানা পুলিশ।

কাব্যর জন্ম ও বেড়ে ওঠা মুম্বাইয়ে। অভিনয়ের পাশপাশি মডেলিংও করেন তিনি। ‘তৎকাল’ নামে একটি স্বল্প দৈর্ঘ্যের হিন্দি সিনেমাতেও কাজ করেছেন তিনি।  

এর বাইরে তেলুগু এবং তামিল সিনেমাতেও দেখা গেছে কাব্যকে। এ ছাড়াও একাধিক নামী সংস্থার বিজ্ঞাপনের কাজ করেছেন এই মডেল-অভিনেত্রী।  

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।