ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘রেডরাম’ নিয়ে উচ্ছ্বসিত নিশো-মেহজাবীন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
‘রেডরাম’ নিয়ে উচ্ছ্বসিত নিশো-মেহজাবীন

‘রেডরাম’ ইংরেজি শব্দটি উল্টালে হয় মার্ডার! নামেই বোঝা যাচ্ছে নির্মাতা চেষ্টা করেছেন রহস্য ছড়িয়ে দিতে।  

এই নামেই প্রথমবার সিনেমা নির্মাণ করলেন তরুণ পরিচালক ভিকি জাহেদ।

এটি দিয়ে একই সঙ্গে সিনেমায় অভিষেক ঘটল ছোট পর্দার জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীর।  

শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর একটি প্রেক্ষাগৃহে সিনেমাটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।  

বিশেষ প্রদর্শনীতে নিশো ও মেহজাবীনসহ উপস্থিত ছিলেন অভিনেতা আজিজুল হাকিম, মনোজ প্রামাণিকসহ রেডরাম’র অন্য শিল্পী ও কলাকুশলী।

অনুষ্ঠানে আফরান নিশো বলেন, ‘রেডরাম’ একটি মার্ডার মিস্ট্রি, থ্রিলার জনরার সিনেমা। যদিও আজকে এটা বড় পর্দায় দেখানো হচ্ছে, কিন্তু এটি বড় পর্দা মাথায় রেখে বানানো হয়নি। আমি কখনো সিনেমা করিনি, তাই আমি আজ উচ্ছ্বসিত এবং এটা নিয়ে অনেক আবেগ কাজ করছে। আশা করছি সবাই ‘রেডরাম’র সঙ্গে থাকবেন।

উচ্ছ্বাস প্রকাশ করে মেহজাবীন বলেন, আমরা পুরো টিম সবার সর্বোচ্চটা দিয়ে কাজ করেছি। যত প্রতিকূলতা এসেছে, আমরা সেটা পাড় করে কাজটা ভালোভাবে সম্পন্ন করার চেষ্টা করেছি। আশা করছি, এর প্রতিফলন আপনারা পর্দায় দেখছেন। সবাইকে ‘রেডরাম’ দেখার আমন্ত্রণ।

সাজগোজ নিবেদিত দেশি ওটিটি প্ল্যাটফর্ম চরকি অরিজিনাল ফিল্ম ‘রেডরাম’ গত ১৭ ফেব্রুয়ারি রাত ৮টায় মুক্তি পেয়েছে। সাবস্ক্রাইব করে এটি দেখা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
জেআইএম/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।