ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সংগীত উদ্যোক্তা ও ইউটিউবার জামাল আর নেই

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২২
সংগীত উদ্যোক্তা ও  ইউটিউবার জামাল আর নেই জামাল এডওয়ার্ডস

ইউটিউবার ও সংগীত উদ্যোক্তা জামাল এডওয়ার্ডস আর নেই। মাত্র ৩১ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তিনি।

 

তিনি এসবিটিবির প্রতিষ্ঠাতা ছিলেন। জামালের মৃত্যুর বিষয়টি তার কোম্পানি থেকে বিবিসিকে নিশ্চিত করা হয়েছে। রোববার (২০ ফেব্রুয়ারি) এই ব্রিটিশ উদ্যোক্তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।  

জামালের চ্যানেল এসবিটিবি থেকে ক্যারিয়ার শুরু করেছিলেন ডেভ, এড শিরান ও স্কেপটার মতো সংগীত তারকারা।

স্কুলে পড়ার সময় মাত্র ২০ পাউন্ড স্টারলিংয়ের (২ হাজার ৩০০ টাকা) ফোন দিয়ে তিনি ইউটিউব চ্যানেলে যাত্রা শুরু করেন জামাল। একপর্যায়ে ব্রিটিশ র‌্যাপ সংগীতে তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হন।  

জামাল ছিলেন প্রিন্সেস ট্রাস্টের শুভেচ্ছাদূত। উদ্যোক্তা হতে আগ্রহী তরুণদের নিজেদের ব্যবসাপ্রতিষ্ঠান চালু করতে সহযোগিতা করে প্রিন্স অব ওয়েলস পরিচালিত এই ট্রাস্ট।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।