ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

যশের সঙ্গে ‘রকস্টার’র শুটিং শুরু করলেন ফারিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
যশের সঙ্গে ‘রকস্টার’র শুটিং শুরু করলেন ফারিয়া যশের সঙ্গে ফারিয়া

প্রথমবারের মতো ভারতের অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে অভিনয় করছেন বাংলাদেশের অভিনেত্রী নুসরাত ফারিয়া। ‘রকস্টার’ নামের সিনেমা দিয়ে তাদের দুজনকে এক করেছেন অংশুমান প্রত্যুষ।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) যশকে নিয়ে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। একদিন পর শুটিংয়ে অংশ নিয়েছেন ফারিয়া। এই পর্যায় সিনেমাটির শুটিং চলবে টানা ৩ মার্চ পর্যন্ত।

বিষয়টি নুসরাত ফারিয়া নিজেই নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারতের বিভিন্ন লোকেশনে ‘রকস্টার’র শুটিং হবে। প্রযোজনায় রয়েছেন বাংলাদেশি প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল। সিনেমাটি ভারতের পাশাপাশি বাংলাদেশেও মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে অভিষেক হওয়ার পর নুসরাত ফারিয়া কাজ করেছেন ‘হিরো ৪২০’, ‘বাদশা—দ্য ডন’, ‘প্রেমী ও প্রেমী’, ‘বিবাহ অভিযান’, ‘বস ২’, ‘ইন্সপেক্টর নটি কে’র মতো সিনেমায়। টালিগঞ্জের ‘বিবাহ অভিযান’ও দেখা গেছে তাকে। এবার তিনি হাজির হচ্ছেন যশের বিপরীতে ‘রকস্টার’ নিয়ে।  

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের সংসদ সদস্য-অভিনেত্রী নুসরাত জাহানের সঙ্গে ‘প্রেম’ কিংবা ‘বিয়ে’ নিয়ে কয়েক বছর ধরেই বেশ আলোচনায় রয়েছেন অভিনেতা যশ দাশগুপ্ত। এই নায়কের সঙ্গেই প্রথমবার পর্দায় জুটি বাঁধলেন বাংলাদেশের নুসরাত ফারিয়া।  

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।