ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বাগদান সারলেন জেনিফার হল্যান্ড

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২২
বাগদান সারলেন জেনিফার হল্যান্ড জেমস গানের সঙ্গে জেনিফার হল্যান্ড

‘দ্য গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’ ফ্র্যাঞ্চাইজির নির্মাতা জেমস গানের সঙ্গে বাগদান সারলেন অভিনেত্রী জেনিফার হল্যান্ড।  

রোববার (২০ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে হল্যান্ডের সঙ্গে একটি ছবি শেয়ার করেন জেমস গান।

যেখানে জেনিফার হল্যান্ডের হাতে হীরার আংটি দেখা গেছে।

হলিউডের খ্যাতিমান এই নির্মাতা ছবিটি শেয়ার করেছেন তাদের বাগদানের বিষয়টি ভক্তদের জানানোর জন্য।

এর আগে ‘দ্য অফিস’ তারকা জেন্না ফিসচারকে বিয়ে করেছিলেন জেমস গান। ২০০৭ সালে বিয়ের ছয় বছর পর তাদের বিচ্ছেদ হয়।

এরপর ২০১৫ সাল থেকে জেনিফার হল্যান্ডের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান জেমস গান। ‘দ্য সুইসাইড স্কোয়াড’ ডিরেক্টর্স ভার্সনে একসঙ্গে কাজ করেছেন তারা।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।