ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জাবেদের কণ্ঠে সুপ্ত-শাকিলার ‘অন্তরাত্মা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২২
জাবেদের কণ্ঠে সুপ্ত-শাকিলার ‘অন্তরাত্মা’

প্রথমবারের মতো একটি মৌলিক গান নিয়ে হাজির হলেন কণ্ঠশিল্পী জাবেদ ইকরাম। ‘অন্তরাত্মা’ শিরোনামের গানটি লিখেছেন গীতিকার রবিউল ইসলাম জীবন।

সুর ও সংগীতায়োজন করেছেন ইয়াসিন হোসেন নিরু।  

এরই মধ্যে গানচিত্র আকারে প্রকাশ পেয়েছে ‘অন্তরাত্মা’। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ইউটিউব চ্যানেলে গান-ভিডিও উন্মুক্ত করা হয়েছে।  

লোক আঙ্গিকে প্রেম-ভালোবাসার কথায় সাজানো হয়েছে গানটি। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন মডেল সুপ্ত ও শাকিলা পারভীন। ভিডিওটি নির্মাণ করেছেন রাজু আহমেদ।  

গানটি প্রসঙ্গে জাবেদ ইকরাম বলেন, ‘অনেক বছরের কাঙ্ক্ষিত স্বপ্ন গানটির মাধ্যমে পূরণ করতে পেরে আমি অনেক আনন্দিত। আমার এই স্বপ্ন পূরণে এগিয়ে এসেছেন রবিউল ইসলাম জীবন। আশা করি গানটি সবার ভালো লাগবে। ’ 

এখন থেকে নিয়মিত গান প্রকাশ করবেন বলেও জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।