ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শ্রুতি হাসান কোভিড পজিটিভ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২২
শ্রুতি হাসান কোভিড পজিটিভ শ্রুতি হাসান

ভারতে করোনার প্রভাব কমতে শুরু করেছে, কিন্তু এই পরিস্থিতিতেও ভাইরাসটিতে আক্রান্ত হচ্ছেন দেশটির সিনেমার তারকারা।

মহামারি করোনায় এবার আক্রান্ত হয়েছেন দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান।

এর আগে গত বছরের শেষ দিকে তার বাবা অভিনেতা কমল হাসানও কোভিট পজিটিভ হয়েছিলেন। তখন তাকে ভর্তি করা হয়েছিলেন হাসপাতালেও। তবে পরে তিনি পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফেরেন।

রোববার (২৭ ফেব্রুয়ারি) শ্রুতির করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। সামাজিক মাধ্যমে নিজেই আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি লেখেন, ‘সকল সুরক্ষাবিধি মেনে চলার পরও আমি করোনা আক্রান্ত হয়েছি। আজ আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। শিগগিরই সুস্থ হয়ে ফিরে আসার অপেক্ষা আর করতে পারছি না। সবাই ধন্যবাদ, আশা করছি খুব তাড়াতাড়ি দেখা হবে। ’ 

তবে তার শারীরিক অবস্থা এখন কেমন, সে বিষয়ে বিস্তারিত কিছু লেখেননি এই তারকা।

১৪ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে শ্রুতি হাসান অভিনীত সিনেমা ‘সালার’। এতে তিনি অভিনয় করেছেন ‘বাহুবলী’খ্যাত তেলুগু সুপারস্টার প্রভাসের বিপরীতে।  

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।