ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নারীকেন্দ্রিক সিনেমায় কৌশানির সঙ্গে বনি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, মার্চ ১, ২০২২
নারীকেন্দ্রিক সিনেমায় কৌশানির সঙ্গে বনি বনি ও কৌশানি

কলকাতার অভিনেত্রী কৌশানি ও অভিনেতা বনির ‘প্রেম’ অনেক আগে থেকেই। একসঙ্গে নিয়মিত পর্দায়ও হাজির হচ্ছেন তারা।

শিগগিরই ঘর বাঁধবেন বলেও গুঞ্জন রয়েছে।

এরই মধ্যে ‘অন্তর্জাল’ নামের নারীকেন্দ্রিক গল্পের নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। এতে তার বিপরীত থাকবেন ‘প্রেমিক’ বনি সেনগুপ্ত।

প্রার্জুন মজুমদারের পরিচালনায় সিনেমাটিতে কৌশানির চরিত্রের নাম লহরী। যিনি পেশায় একজন লেখিকা। আর বনি অভিনয় করবেন তার স্বামী অপূর্ব চরিত্রে।  

সিনেমাটি প্রসঙ্গে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমকে বনি বলেন, ‘আমার চরিত্রটা কেমন, নতুন কিছু করতে পারছি কি-না, সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। তবে অপূর্ব চরিত্রটিতে ভালো-খারাপ দুইটি দিকই রয়েছে। ’

এ নিয়ে পরিচালক বলেন, ‘মহামারির কারণে অনেকের চাকরি গিয়েছে। হাতে টাকা-পয়সা নেই। বেড়েছে পারিবারিক সহিংসতা। আমার সিনেমার থ্রিলার হলেও সেখানে এই বিষয়গুলো দেখা যাবে। ’

সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে মার্চেই। কৌশানি ও বনি ছাড়াও এতে আরো অভিনয় করবেন- প্রান্তিক বন্দ্যোপাধ্যায় ও সৌমাল্য দত্তসহ অনেকে।  

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মার্চ ০১, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।