ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

করোনায় আক্রান্ত কারিশমা কাপুর 

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, মার্চ ৪, ২০২২
করোনায় আক্রান্ত কারিশমা কাপুর  কারিশমা কাপুর 

বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিষয়টি জানিয়েছেন তার বোন অভিনেত্রী কারিনা কাপুর।

 

বৃহস্পতিবার (৩ মার্চ) একটি স্টুডিওতে কাজলের সঙ্গে দেখা হয় কারিনার। এ সময় দুজনে বেশ কিছুকক্ষণ কথা বলেন। দীর্ঘ দিন পর দেখা হওয়ায় একে অপরের পরিবারের খোঁজ নেন তারা।

কথার প্রসঙ্গে করোনা ভাইরাসের বিষয় ওঠে। এ সময় কারিনা বলেন, ‘আমার পরিবারের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছিলেন। ‘লোলো’ (কারিশমার ডাক নাম) গতকাল করোনায় আক্রান্ত হয়েছে। ’

‘রাজা হিন্দুস্তানী’ সিনেমার এই অভিনেত্রীর করোনা আক্রান্ত হওয়ার খবরে শঙ্কিত তার ভক্তরা। সামাজিকমাধ্যমে তারা কারিশমার দ্রুত সুস্থতা কামনা করছেন। তবে কেমন আছেন অভিনেত্রী, সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, মার্চ ৪, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।