ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘টাইগার ৩’ মুক্তির দিন ঘোষণা করলেন সালমান খান

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, মার্চ ৪, ২০২২
‘টাইগার ৩’ মুক্তির দিন ঘোষণা করলেন সালমান খান ক্যাটরিনা-সালমান

অপেক্ষার পালা শেষে মুক্তি পেল সালমান খান ও ক্যাটরিনা কাইফ জুটির বহুল প্রতীক্ষিত ‘টাইগার ৩’র এক ঝলক। আর এই দিনটিতে বলিউড সুলতান জানালেন সিনেমাটির মুক্তির দিনক্ষণ।

তিনি জানান, ২০২৩ সালের ২১ এপ্রিল মুক্তি পাবে ‘টাইগার ৩’।

সামাজিকমাধ্যমে সিনেমাটির এক ঝলক ভিডিও শেয়ার করেছেন সালমান খান। এর ক্যাপশনে ভাইজান লেখেন, ‘আমরা সবাই নিজে নিজে খেয়াল রাখি। টাইগার থ্রি আসছে আগামী বছর ঈদে। হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে। ২০২৩ সালের ২১ এপ্রিল আপনার কাছের প্রেক্ষাগৃহে আসছে টাইগার ৩। দেখা হচ্ছে সিনেমা হলে। ’

‘টাইগার ৩’ সিনেমার মুক্তির দিন ঘোষণা হতেই উচ্ছ্বসিত সালমান ও ক্যাটরিনার ভক্তরা। সালমানের শেয়ার করা ভিডিওটির নিচে কমেন্ট বক্সে সিনেমাটির জন্য অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছেন। কেউ লিখেছেন ২০২৩-এর ঈদে তুফান আসবে। আবার কেউ লিখেছেন, সালমান খান আসছে, বক্স অফিসে সুনামি হবে।  

এদিকে সালমানের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, ক্যাটরিনা অ্যাকশন দৃশ্যের জন্য প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে সালমান ঘুমাচ্ছেন। এমন সময় সালমানকে ডেকে তুলে ক্যাটরিনা বলেন, এবার তোমার পালা, রেডি? নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সালমান উত্তর দেন, টাইগার সবসময় রেডি।  

‘এক থা টাইগার’ আর ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমার সিক্যুয়েল ‘টাইগার ৩’। এতে ভারতীয় গুপ্তচর অবিনাশ সিংয়ের ভূমিকায় দেখা যাবে সালমানকে, যে প্রেমে পড়ে পাকিস্তানের গুপ্তচর জোয়া হুমাইমির। এই চরিত্রে রয়েছেন ক্যাটরিনা।

বর্তমানে ‘টাইগার ৩’র শেষ লটের শুটিং চলছে। মনীশ শর্মা পরিচালিত সিনেমাটিতে অতিথি চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। এছাড়াও খলনায়কের ভূমিকায় দেখা যাবে বলিউডের আরেক অভিনেতা ইমরান হাসমিকে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, মার্চ ৪, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।