ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বাংলাদেশে এখন ভালো ছবি নির্মাণ হয় না: সংস্কৃতি প্রতিমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, মার্চ ৫, ২০২২
বাংলাদেশে এখন ভালো ছবি নির্মাণ হয় না: সংস্কৃতি প্রতিমন্ত্রী সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

সাভার (ঢাকা): সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, বাংলাদেশে এখন ভালো ছবি নির্মাণ হয়না এ জন্য দর্শকরা হলে যাননা তাই হলগুলো বন্ধ হয়ে গেছে।

শনিবার (০৫ মার্চ) দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় ‘লীজ এসোসিয়েশন অব কুমারখোদার’ আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা  বলেন।

প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, দেশে এখন ভালো গল্প নিয়ে কোনো পরিচালক ও প্রযোজক ছবি তৈরি করে না তাই দেশের মানুষ হলে যায়না মানুষ। এখন ইউটিউব ও ফেসবুকে সব ভিডিও ছবি দেখতে পায়। ভালো ছবি তৈরি হলে আবারও মানুষ হলমুখী হবে।

তিনি আরও বলেন, সংস্কৃতি মন্ত্রণালয় সারা দেশের প্রতিটি উপজেলায় একটি করে সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে। প্রতিটি সাংস্কৃতিক কেন্দ্রে একটি সিনে কমপ্লেক্স থাকবে। এটি যদি বাস্তবায়ন করতে পারি তাহলে চলচ্চিত্র জগতের সুদিন আবার ফিরে আসবে।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, মার্চ ৫, ২০২২
এসএফ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।