ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আবারো বাদাম বিক্রি করবেন; জানালেন ভুবন 

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, মার্চ ৬, ২০২২
আবারো বাদাম বিক্রি করবেন; জানালেন ভুবন  ভুবন বাদ্যকর

‘কাঁচা বাদাম’ শিরোনামের গান গেয়ে তারকা বনে যান ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। তারকা খ্যাতি পাওয়ার পর তিনি জানান, আর বাদাম বিক্রি করবেন না তিনি।

এবার জানালেন, প্রয়োজনে আবারও পুরাতন পেশায় ফিরে যাবেন তিনি।  

‘আমি সেলিব্রিটি, আর বাদাম বিক্রি করব না’- কয়েকদিন আগে এই কথা বলে আলোচনায় আসেন ভুবন বাদ্যকর। যদিও সে কথা বলার জন্য ক্ষমা চেয়েছেন ভুবন।  

তিনি বলেন, ‘আমি সেলিব্রিটি মানেই বুঝিনা। মানুষ আমাকে এই জায়গায় এনেছে। আমি কথাটা বলে ভুল করে ফেলেছি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ’ 

ভুবন আরও বলেন, ‘আমি আবারও বাদাম বিক্রি করব। আজ সবাই আমার পাশে আছেন, যে দিন সরে যাবেন, সে দিন আবার বাদাম বিক্রি করব। ’

সম্প্রতি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে চালানো শিখতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছিলেন ভুবন। সুস্থ হয়েই বিষয়টি নিয়ে নতুন একটি গানও বানিয়ে ফেলেন তিনি। শুক্রবার (০৪ মার্চ) তার নতুন গানের ভিডিও ভাইরাল হয়।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, মার্চ ০৬, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।