ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ধুন্ধুমার অ্যাকশনে ভরপুর জনের ‘অ্যাটাক’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, মার্চ ৭, ২০২২
ধুন্ধুমার অ্যাকশনে ভরপুর জনের ‘অ্যাটাক’

আবারো চমক নিয়ে হাজির হচ্ছেন বলিউড অভিনেতা জন আব্রাহাম। ‘সত্যমেব জয়তে ২’-এর পর এবার মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘অ্যাটাক’।

আগামী ১ এপ্রিল সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সে উপলক্ষে সোমবার (০৭ মার্চ) মুক্তি পেল অভিনেতার আসন্ন সিনেমাটির ট্রেলার। চোখ ধাঁধানো ধুন্ধুমার অ্যাকশনের ভরপুর ১ মিনিট ৩৮ সেকেন্ডের ট্রেলারটি সবার আগ্রহ বাড়িয়ে দিয়েছে।  
 
ট্রেলারটির শুরুতেই বিমানবন্দরে জঙ্গি হানার দৃশ্য দেখানো হয়েছে। তারপর শুরু হয় জনের সুপার সোলজার হওয়ার গল্প। দেখা যায় সাইন্স ফিকশনের এলিমেন্টও। এতে দেখা মিলে অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্ডেজ ও দক্ষিণ ভারতীয় অভিনেতা প্রকাশ রাজকেও!

ট্রেলার প্রসঙ্গে উচ্ছ্বসিত জন বলেন, অ্যাকশন সিনগুলো গল্পটিকে আরো ভালোভাবে বলতে সহায়তা করে। ‘অ্যাটাক’-এ এমন অনেক চমক থাকছে, যার কিছুই ট্রেলার বা টিজারে রাখা হয়নি।  

লক্ষ্য রাজ আনন্দ পরিচালিত সিনেমাটিতে জনের বিপরীতে জ্যাকুলিন অভিনয় করেছেন। রয়েছেন রকুলপ্রীত সিংও।  

২০২০ সালের জানুয়ারিতে শুটিং শুরু হওয়া সিনেমাটি ওই বছরের ১৪ আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে এর মুক্তি দুই বছর পিছিয়ে যায়।  

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, মার্চ ০৭, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।