ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিয়ে করলে কার্তিককে ২০ কোটি দেওয়ার প্রস্তাব তরুণীর! 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
বিয়ে করলে কার্তিককে ২০ কোটি দেওয়ার প্রস্তাব তরুণীর!  কার্তিক আরিয়ান

বলিউডের বর্তমান প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান। এক দশকেরও বেশি সময় ধরে পর্দা মাতাচ্ছেন তিনি।

একের পর এক নতুন নতুন চরিত্রে হাজির হয়ে জয় করে নিয়েছেন অসংখ্য ভক্তদের হৃদয়।

কার্তিক আরিয়ানের নারী ভক্তের সংখ্যা অনেক। তবে কোনো কোনো ভক্ততো তার প্রেমে পড়ে একেবারে জীবন সঙ্গী হিসেবেও পেতে চায় অভিনেতাকে! তেমনই এক নারী ভক্ত কার্তিককে বিয়ে করতে ২০ কোটি রুপি দেওয়ার প্রস্তাব দিয়ে বসেছেন।  

সম্প্রতি কার্তিক সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওর কমেন্ট বক্সে কার্তিকের এক নারী ভক্ত লেখেন, ‘আমাকে বিয়ে করে নাও, ২০ কোটি দেবো’। সঙ্গে সঙ্গে অসংখ্য লাইক পড়তে থাকে সেই কমেন্টে।  

তবে বিষয়টি একেবারে মজা হিসাবেই দেখছেন কার্তিক। উত্তরে তিনি লেখেন, ‘কবে?’!

সর্বশেষ কার্তিককে দেখা যায় নেটফ্লিক্সের ‘ধামাকা’ সিনেমায়। এতে তিনি অর্জুন পাঠক নামক এক সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া তার মুক্তি প্রতীক্ষিত সিনেমার তালিকায় রয়েছে ‘শেহজাদা’, ‘ভুল ভুলাইয়া টু’ ও ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।