ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ফোরের প্রচার শুরু আজ

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ফোরের প্রচার শুরু আজ

তৃতীয় সিজন পর্যন্ত প্রচার হয়েছিল দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। নাটকটির মাধ্যমে দর্শকদের পছন্দের তালিকায় উঠে আসে কাবিলা, নেহাল, শুভ, হাবু ও পাশাসহ বেশ কিছু চরিত্র।

কাজল আরেফিন অমি পরিচালিত নাটকটির নতুন সিজন দেখতে ব্যাকুল তরুণ প্রজন্মের দর্শকরা। তাদের কথা চিন্তা করেই নির্মিত হয়েছে নাটকটির নতুর সিজন। যা প্রচার হবে শুক্রবার (১১ মার্চ) থেকে।  

এ বিষয়ে নির্মাতা কাজল আরেফিন অমি জানান, আজ ১১ মার্চ রাত ৮টা ২৫ মিনিটে বাংলাভিশন টিভিতে প্রচার হবে ধারাবাহিক নাটকটির নতুন সিজনের প্রথম পর্ব। এরপর রাত ৯টায় উন্মুক্ত করা হবে ধ্রুব টিভি নামের ইউটিউব চ্যানেলে।  

তিনি আরও জানান, প্রতি শুক্র, শনি ও রোববার একই সময়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ফোরের নতুন পর্ব প্রচারিত হবে।  

‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৪ এ অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, মিশু সাব্বির, সাবিলা নূর, সানজানা সরকার রিয়া, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল, শিমুল।  

এবার তাদের সঙ্গে যুক্ত হয়েছেন পারসা ইভানা ও আশুতোষ সুজন। তবে নতুন সিজনে থাকছেন না শামীম হাসান ও তৌসিফ মাহবুব।  

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।