ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

চাঁদে জমি কিনলেন তারা তিনজন!

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
চাঁদে জমি কিনলেন  তারা তিনজন! ‘মিশন চাঁদ’ নাটকের দৃশ্য

ছোট পর্দার আলোচিত তিন অভিনেতা মারজুক রাসেল, চাষী আলম ও তানজিম হাসান অনিক। তারা একসঙ্গে ‘আতঙ্ক’, ‘সালামি’, ‘টিম ওয়েস্ট ইন্ডিজ’, ‘গরুর মাংস’সহ বেশ কিছু হাস্যরসাত্মক নাটক উপহার দিয়েছেন।

নাটকগুলোর জনপ্রিয়তা পাওয়ায় এই তিনজনকে নিয়ে আরও একটি নাটক নির্মিত হয়েছে। নাটকের নাম ‘মিশন চাঁদ’।

এ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাইদুল রাকিব। যেখানে রিংকু, টিংকু ও পিংকুর চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম ও তানজিম হাসান অনিক।  

জানা গেছে, নাটকের গল্পে মার্কিন নাগরিক ডেনিস হোপের প্রতিষ্ঠান ‘লুনার এমবাসি’ থেকে চাঁদে জমি কিনতে দেখা যাবে রিংকু, টিংকু ও পিংকুকে। চাঁদে ক্রয়সূত্রে জমির মালিক হওয়ায় সাইনবোর্ড টানিয়ে জমি বুঝেও নিবেন তারা। তবে হঠাৎ চাঁদে জমি কিনেছেন কেন? সেই কাহিনী নিয়েই এগিয়ে যাবে নাটকটির গল্প।

জানা গেছে, আগামী ঈদুল ফিতরে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের বিশেষ অনুষ্ঠানমালায় ‘মিশন চাঁদ’ নাটকটি প্রচারিত হবে।

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।