ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এক বছর পর ছোট পর্দায় ফিরছেন মিম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০২২
এক বছর পর ছোট পর্দায় ফিরছেন মিম বিদ্যা সিনহা মিম

বছর শুরুতেই নিজের ভালোবাসার মানুষ সনি পোদ্দারের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এরপর মালদ্বীপে মধুচন্দ্রিমাও সেরেছেন তারা।

এবার সংসার গুছিয়ে পুরোদমে কাজে মনোযোগী হচ্ছেন এই তারকা।

আসন্ন ঈদে ছোট পর্দায় হাজির হতে যাচ্ছে মিম। তবে বড় পর্দায় থিতু হওয়ার পর নাটকে এই অভিনেত্রীকে খুবই কম দেখা যাচ্ছে। এক বছর পর মাবরুর রশীদ বান্নাহ পরিচালিত ‘উই আর হাজব্যান্ড ওয়াইফ’ নাটকের মাধ্যমে ফিরছেন তিনি।

সোমবার (১৪ মার্চ) থেকে নাটকটির শুটিংয়ে অংশ নিয়েছেন মিমি।  

এ প্রসঙ্গে মিম বলেন, অনেকদিন পর নাটকে ফিরলাম। আমি বিশেষ দিবসে অনুরোধে নাটকে কাজ করি। গল্পসহ সবকিছু পছন্দ হওয়ায় কাজটা করছি।

তিনি আরো জানান, সর্বশেষ ২০২১ সালের জানুয়ারিতে তার অভিনীত নাটক প্রচারিত হয়েছিল। আলফা আই প্রযোজিত এবারের নাটকে তিনি সহশিল্পী হিসেবে পাচ্ছেন তাহসান খানকে। এর আগে সবশেষ এই জুটিকে দেখা গিয়েছিল ওসমান মিরাজ পরিচালিত ‘হঠাৎ বিয়ে’ নাটকে দেখা গিয়েছিল।

উল্লেখ্য, মিম অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সাপলুডু’। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে ‘পরাণ’ ও ‘অন্তর্জাল’।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।