ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা দিলেন আমির খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা দিলেন আমির খান আমির খান

বলিউড সুপারস্টার আমির খানকে সর্বশেষ দেখা গেছে ‘থাগস অব হিন্দুস্তান’ সিনেমায়। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটির পর ৪ বছর আর কোনো সিনেমা মুক্তি পাইনি তার।

আমিরের একমাত্র মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘লাল সিং চাড্ডা’ প্রেক্ষাগৃহে আসছে চলতি বছরে ১১ আগস্ট। এরইমধ্যে সিনেমাটির শুটিংও সম্পন্ন হয়েছে। আর এরপরই নতুন আরেকটি সিনেমা হাতে নিয়েছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’।  

সোমবার (১৪ মার্চ) ছিল আমির খানের ৫৭তম জন্মদিন। এই বিশেষ দিনেই নতুন সিনেমার ব্যাপারে মুখ খুলেছেন তিনি।  

অভিনেতা জানান, ২০১৮ সাল মুক্তিপ্রাপ্ত স্প্যানিশ সিনেমা ‘ক্যাম্পেওনেস’-এর হিন্দি ভার্সনে অভিনয় করতে চলেছেন তিনি। একদল মানসিক ভারসাম্যহীন মানুষ কীভাবে এক নতুন কোচের অধীনে খেলে মাস্কেটবল চ্যাম্পিয়নশিপ জিতে নেয়- সেই গল্পই দেখা যাবে এতে। এই কোচের ভূমিকাতেই হাজির হবেন আমির খান। এটির পরিচালনা করছেন আরএস প্রসন্ন।

এদিকে, জন্মদিনের সন্ধ্যায় মুম্বাইয়ের তাজ ল্যান্ডস অ্যান্ড হোটেলেই কেক কাটেন আমির। সাদা টি-শার্টের উপর বোতাম খোলা গোলাপি রঙের শার্টে ফের একবার নিজের চিরাচরিত চকোলেট বয় লুকে এদিন ধরা দেন তিনি।

‘লাল সিং চাড্ডা’ সিনেমাটিও অন্য আরেকটি ভাষার সিনেমার রিমেক। হলিউডের ‘ফরেস্ট গাম্প’ সিনেমাটির অফিসিয়াল হিন্দি রিমেক এটি। এতে আমির খানের বিপরীতে অভিনয় করেছেন কারিনা কাপুর খান। করোনার কারণে বেশ কয়েকবার সিনেমাটির মুক্তি পেছানো হয়েছিল।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।