ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রতারণার মামলা থেকে রেহাই পেলেন শিল্পা ও তার বোন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
প্রতারণার মামলা থেকে রেহাই পেলেন শিল্পা ও তার বোন শিল্পা ও শমিতা

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার বোন শমিতার নামে করা অর্থ আত্মসাতের অভিযোগ নাকচ করে দিয়েছেন মুম্বাই আদালত। তবে একই অভিযোগে তাদের মা সুনন্দা এখনো রেহাই পাননি।

সোমবার (১৪ মার্চ) মুম্বাই সেশন কোর্ট শিল্পা ও শমিতাকে মুক্তি দেয়। তবে সুনন্দার বিরুদ্ধে করা অভিযোগের শুনানি নিম্ন আদালতে নিয়মমাফিক চলবে।

২০২১ সালে সুনন্দা এবং তার স্বামী সুরেন্দ্রর কোম্পানির বিরুদ্ধে ঋণ নিয়ে অর্থ পরিশোধ না করার অভিযোগ এক ব্যক্তি মামলা দায়ের করেন। আদালত জানায়, কোম্পানিটির অংশীদার হিসাবে তাদের নাম থাকলেও অভিযোগের সপক্ষ কোনো নথি পাওয়া যায়নি যাতে এই দুই বোনও ওই কোম্পানির অংশীদার, তা প্রমাণ পাওয়া যায়। সেজন্য শিল্পা ও শমিতাকে মামলা থেক রেহাই দেওয়া হয়েছে।

এর আগে, পর্নোগ্রাফি তৈরি এবং অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন শিল্পার স্বামী রাজ কুন্দ্রা। সেসময় আইনি জামেলায় পড়তে শিল্পা কেউ। বেশ কয়েকবার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।