ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

চুমুর কারণে প্রেম ভেঙেছিল কারিশমার!

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০২২
চুমুর কারণে প্রেম ভেঙেছিল কারিশমার! কারিশমা তান্না

ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কারিশমা তান্না। ৩৮ বছর বয়সী এই তারকা চলতি বছর দীর্ঘদিনের প্রেমিক ও ব্যবসায়ী বরুণ বাঙ্গেরার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন।

বিবাহিত জীবন বেশ উপভোগ করছেন এই তারকা।

বিয়ের আগে একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন করিশমা। বাপ্পি লাহিড়ির ছেলে বাপ্পার প্রেমেও মজেছিলেন তিনি। কিন্তু, সেই সম্পর্ক বেশিদিন ছিল না। এরপর মুম্বাইয়ের একটি ক্লাবের মালিক ঋষভ চোক্সির সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। রিয়েলিটি শো ‘বিগ বস’ নাম লেখানোর সময়ও সেই সম্পর্কে স্থায়ী ছিল তাদের।  

জানা যায়, ‘বিগ বস’ চলাকালীন সময়ে কারিশমার প্রেমে পড়েন মডেল-অভিনেতা উপেন পাটেল। সেসময় নাকি ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে তাদের। উপেনের সঙ্গে চুম্বনের ভিডিও প্রকাশ হওয়ার পর ঋষভের সঙ্গে ব্রেকআপ হয় কারিশমার।

এরপর উপেনের সঙ্গেও করিশমার সম্পর্ক ভেঙে যায়। তারপর বরুণ বঙ্গেরার সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। সবশেষ ভালোবেসে তাকেই বিয়ে করেন এই অভিনেত্রী।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০২২
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।