ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মা হচ্ছেন সোনম, নানা হচ্ছেন অনিল কাপুর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, মার্চ ২১, ২০২২
মা হচ্ছেন সোনম, নানা হচ্ছেন অনিল কাপুর বাবা অনিল কাপুরের সঙ্গে মেয়ে সোনম কাপুর

বিয়ের চার বছরের মাথায় প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন বলিউড অভিনেতা অনিল কাপুরের মেয়ে অভিনেত্রী সোনম কাপুর।

সোমবার (২১ মার্চ) সকালে সুখবরটি সোনম নিজেই জানিয়েছেন।

বেবি বাম্পসহ তোলা ছবি শেয়ার করে সামাজিক মাধ্যমে বিষয়টি জানান এই তারকা। এমন সংবাদে খুশির জোয়ার বইছে সোনমের ভক্তদের মধ্যে।

শেয়ার করা ছবিতে স্বামী আনন্দের কোলে মাথা রেখে শুয়ে থাকতে দেখা যাচ্ছে সোনমকে। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘চারটি হাত তোমায় বড় করার জন্য, নিজেদের সেরাটা দেবে। যারা একসাথে চলবে তোমার প্রতিটা পদক্ষেপে। যারা তোমায় ভালোবাসা দেবে তোমার পাশে থাকবে। তোমাকে স্বাগত জানানোর জন্য আর অপেক্ষা করতে পারছি না। ’ 

এমন সংবাদে কাপুর পরিবারে আনন্দের জোয়ার বইছে। প্রথমবারের মতো নানা হচ্ছেন অনিল কাপুর।  

২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে ঘর বাঁধেন সোনম। বর্তমানে লন্ডনের নটিং হিল বাংলোতেই রয়েছেন তারা। সেখান থেকে প্রায়ই ইনস্টায় ছবি ও ভিডিও শেয়ার করতে দেখা যায় অভিনেত্রীকে।  

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, মার্চ ২১, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।