ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

চলে গেলেন চিত্রনায়ক শফিউর রহমান সানি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, মার্চ ২১, ২০২২
চলে গেলেন চিত্রনায়ক শফিউর রহমান সানি শফিউর রহমান সানি

টাঙ্গাইল: নব্বই দশকের চিত্রনায়ক শফিউর রহমান সানি (৬০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহ ওয়া ইন্নাইলাহি রাজিউন)।  

শনিবার (১৯ মার্চ) অসুস্থতাজনিত কারণে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

শফিউর রহমান সানি মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের পাথরঘাটা গ্রামের ফজল হকের ছেলে।  

নব্বই দশকে সানির প্রযোজনায় নির্মিত হয়েছিল ‘ববি’ ও ‘নতিজা’। সিনেমা দুটিতে তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে সাফল্য পান। তিনি বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন।  

এছাড়া সানি নবম জাতীয় সংসদ নির্বাচনে টাংগাইল-৭ মির্জাপুর আসনে বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত প্রার্থী হিসেবে গামছা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর আগে আশির দশকে তিনি জনশক্তি রপ্তানির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

শফিউর রহমান সানির বড় ভাই তরফপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুর রহমান শরীফ জানান, বেশকিছু দিন ধরে তিনি ডায়াবেটিসে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ  অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার (২০ মার্চ) দুপুর বারোটার দিকে পাথরঘাটা গ্রামে নামাজে জানাজা শেষে তাকে আগলাচালা কবরস্থানে সমাহিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, মার্চ ২১, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।