ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সড়ক দুর্ঘটনায় তেলেগু অভিনেত্রীর মৃত্যু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, মার্চ ২১, ২০২২
সড়ক দুর্ঘটনায় তেলেগু অভিনেত্রীর মৃত্যু অভিনেত্রী গায়ত্রী

ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা প্রাণ কেড়ে নিল দক্ষিণ ভারতীয় অভিনেত্রী গায়ত্রী ওরফে ডলি ডি ক্রুজের। এই ঘটনায় ২৬ বছর বয়সী এই অভিনেত্রী ছাড়াও আরো দুইজন মারা গেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, শুক্রবার (১৮ মার্চ) রাতে হোলি খেলে এক বন্ধুর সঙ্গে নিজের বাড়িতে ফিরছিলেন গায়ত্রী। হায়দ্রাবাদের গাছিবোলি অঞ্চলে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। সেসময় গাড়ির চালকের আসনে ছিলেন অভিনেত্রীর বন্ধুই।  

দুর্ঘটনাস্থলেই গায়ত্রীর মৃত্যু হয়। এই ঘটনায় রাঠোর নামে অভিনেত্রীর বন্ধু এবং এক পথযাত্রীরও প্রাণ যায়।  

গায়ত্রীর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রি। অভিনেত্রীর মৃত্যু মেনে নিতে পারছেন না তার পরিবার ও অনুরাগীরা।  

উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে গায়ত্রী বেশ পরিচিত মুখ। নিজের একটি ইউটিউব চ্যানেল চালাতেন গায়ত্রী। নাম ‘জলসা রায়ুডু’। ইনস্টাগ্রামেও নানা ধরনের ছবি পোস্ট করতেন। তেলেগু ওয়েব সিরিজ ‘ম্যাডাম স্যার ম্যাডাম আন্থে’র মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। অসংখ্য শর্টফিল্মেও অভিনয় করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, মার্চ ২১, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।