ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জিতের অনুষ্ঠানে স্ত্রীর গালে ভুবনের চুমু!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, মার্চ ২১, ২০২২
জিতের অনুষ্ঠানে স্ত্রীর গালে ভুবনের চুমু! জিৎ ও সস্ত্রীক ভুবন

সৌরভ গাঙ্গুলীর পর এবার নায়ক জিতের অতিথি হলেন ‘কাঁচা বাদাম’ গানের গায়ক ভুবন বাদ্যকর। তবে একা নয়, অনুষ্ঠানটিতে তিনি সঙ্গে নিয়েছেন স্ত্রীকেও।

সম্প্রতি জিতের নতুন শো ‘ইসমার্ট জোড়ি’র শুটিংয়ে অংশ নিয়েছেন তারা দু’জন। অনুষ্ঠানটিতে সস্ত্রীক উপস্থিত হয়েই সবাইকে চমকে দিয়েছেন ভুবন। ক্যামেরার সামনেই স্ত্রীর গালে দিয়ে বসলেন চুমু। তা দেখে লজ্জায় লাল স্বয়ং সঞ্চালক জিতও।  

শোয়টির একটি টিজার সামাজিক মাধ্যমে প্রকাশের পর তা এরইমধ্যে ভাইরাল হয়েছে।  

টিজারে দেখা যায়, জিৎ ভুবন বাদ্যকরের স্ত্রীকে জিজ্ঞেস করছেন, উপহার হিসেবে ভুবন তাকে কী দেন? উত্তরে তিনি হেসে বলেন, ‘কিস দেয়। ’ এরপরই স্ত্রীর দুই গালে চুম্বন করেন ভুবন। যা দেখে সবাই চমকে যায়।

শুক্রবার (২৬ মার্চ) থেকে স্টার জলসায় শুরু হতে চলেছে জিতের এই নতুন শো। ‘ইসমার্ট জোড়ি’র প্রতি পর্বে দেখা যাবে নতুন নতুন তারকা দম্পতিদের। প্রথম পর্বে হাজির হয়ে গানের তালে ভুবন বাদ্যকরকে নাচতেও দেখা যাবে।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, মার্চ ২১, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।