ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

২৪ বছর বয়সে ‘গালি বয়’ সিনেমার ব়্যাপারের মৃত্যু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
২৪ বছর বয়সে ‘গালি বয়’ সিনেমার ব়্যাপারের মৃত্যু ধর্মেশ পারমার

অকালে চলে গেলেন বলিউডের র‍্যাপার ধর্মেশ পারমার ওরফে এমসি তোড় ফোড়। অল্প বয়সেই বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।

মাত্র ২৪ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।

২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘গালি বয়’ সিনেমায় র‍্যাপ করে সাড়া ফেলেন এই তরুণ। ‘ইন্ডিয়া নাইনটি ওয়ান’ শিরোনামের র‍্যাপটি শ্রোতারে বেশ পছন্দ করেন। তার মৃত্যুর বিষয়টি জি২৪ঘণ্টাসহ বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম নিশ্চিত করেছে।
এদিকে ধর্মেশ পারমারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ‘গালি বয়’ সিনেমার অভিনেতা রণবীর সিং। শ। সামাজিক মাধ্যমে, তার একটি ছবি পোস্ট করেছেন রণবীর সিং। সঙ্গে একটি ভাঙা হৃদয়ের ইমোজিও যুক্ত করেছেন তিনি।  

সিনেমাটির পরিচালক জোয়া আখতারও এই রকস্টারের মৃত্যু মেনে নিতে পারছেন না। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, ‘খুব তাড়াতাড়ি আমাদের ছেড়ে তুমি চলে গেলে। আমি কৃতজ্ঞ যে আমাদের দেখা হয়েছিল এবং একসঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল। আত্মার শান্তি কামনা করি বান্টাই। ’

মুম্বাইয়ের ব্যান্ড স্বদেশীর অন্যতম সদস্য ছিলেন ধর্মেশ পারমার।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।