ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রেম ভাঙলো শ্রদ্ধা কাপুরের

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, মার্চ ২৫, ২০২২
প্রেম ভাঙলো শ্রদ্ধা কাপুরের শ্রদ্ধা কাপুর ও রোহান শ্রেষ্ঠা

চার বছরের প্রেমের পর ভেঙে গেল বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ও রোহান শ্রেষ্ঠার সম্পর্ক। তবে কী কারণে তাদের এই বিচ্ছেদ, তা জানা যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, সম্প্রতি গোয়ায় অনুষ্ঠিত হওয়া শ্রদ্ধার জন্মদিনের পার্টিতেও হাজির হননি রোহান। চলতি বছরের জানুয়ারি মাস থেকেই নাকি মধ্যে সমস্যার শুরু হয়। তবে তিক্ততা চরমে ওঠে ফেব্রুয়ারি মাসে। এর পরেই সম্পর্ক থেকে সরে আসার সিদ্ধান্ত নেন রোহান ও শ্রদ্ধা।  

শ্রদ্ধার ছেলেবেলার বন্ধু রোহান। সে পেশায় একজন ফটোগ্রাফার। যদিও তারা সম্পর্কের কথা কখনও স্বীকার করেননি। কিন্তু প্রায়ই একসঙ্গে দেখা গেছে দু’জনকে। তবে এবার বিচ্ছেদের বিষয়েও মুখ খুলেননি কেউ।  

বিচ্ছেদের কানাঘুষার মধ্যেই একটি ছবি পোস্ট করে জল্পনা আরও বাড়িয়ে দিয়েছেন শ্রদ্ধা। এই ছবির ক্যাপশনে তিনি লেখেন, “আরো শুনাও?” এরপর বেগুনি রংয়ের একটি হার্ট ইমোজিও দিয়েছেন। এই ছবিটিও স্বাভাবিকভাবেই নেটিজেনদের চোখে পড়েছে।

বাংলাদেশ সময়: ঘণ্টা, মার্চ ২৫, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।