ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

লারা দত্তের বাড়ি সিলগালা

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, মার্চ ২৬, ২০২২
লারা দত্তের বাড়ি সিলগালা লারা দত্ত

সাবেক মিস ইউনিভার্স ও বলিউড অভিনেত্রী লারা দত্তের বাড়ি সিলগালা করেছে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি)। এমনকি অভিনেত্রীর বাড়িটিকে ‘মাইক্রো কন্টেনমেন্ট জোন’ ঘোষণা করে গেটের বাইরে একটি নোটিশ টানানো হয়েছে।

জানা গেছে, লারা দত্ত ও তার পরিবারের সদস্যরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সুরক্ষা অবলম্বনের জন্যই এই অভিনেত্রীর বাড়িটি সিল করার সিদ্ধান্ত নিয়েছে বিএমসি। তবে এ বিষয়ে এখনো মুখ খুলেননি লারা।

লারা দত্ত মিস ইউনিভার্সের খেতাব জেতার পর বলিউডের সিনেমায় নাম লেখান। এরপর একাধিক হিট সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী। এক সময়ে অভিনয়ে নিয়মিত থাকলেও মাঝে বেশ কয়েক বছর বিরতিতে ছিলেন তিনি।  

বিরতির পর ২০২১ সালে নতুন সিনেমায় দেখা গেছে লারা দত্তকে। অক্ষয় কুমার অভিনীত ‘বেলবটম’ সিনেমায় অভিনয় করেন তিনি। সেখানে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন তিনি।  

এ ছাড়াও ‘হিকাপস অ্যান্ড হুকআপস’, ‘কৌন বনেগি শিখরওয়াতি’-র মতো ওয়েব সিরিজে পর্দায় হাজির হয়েছেন অভিনেত্রী।  

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, মার্চ ২৬, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।