ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘পাঠান’ লুকে শাহরুখ বললেন, থামাবে কী করে?

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, মার্চ ২৬, ২০২২
‘পাঠান’ লুকে শাহরুখ বললেন, থামাবে কী করে? শাহরুখ খান

কয়েকদিন আগেই স্পেনের শুটিং সেট থেকে শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার লুক ফাঁস হয়েছিল। এবার সামাজিকমাধ্যমে পাঠান লুকে হাজির হলেন কিং খান নিজেই।

আর সেখানে বললেন, ‘শাহরুখ যদি একটু থামেও তাহলে পাঠানকে থামাবে কী করে…? অ্যাপস ও অ্যাবস সব বানাব...’।

শনিবার (২৬ মার্চ) নিজের ফেসবুকে পেজে শাহরুখ খান একটি ছবি পোস্ট প্রকাশ করছেন। ছবিতে শাহরুখকে দেখা গেছে, ‘এইট প্যাক অ্যাবস’ এর সঙ্গে লম্বা চুলের ঝুঁটিতে। পরনে কার্গো প্যান্ট তবে গায়ে শার্ট নেই।  

এই ছবিতে কিং খানের সুগঠিত পেশি নজর কাড়ছে সবার! দেশ বিদেশের হাজার হাজার ভক্তরা ‘পাঠান’ লুকের শাহরুখের প্রশংসায় মেতে উঠেছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ‘পাঠান’ টিম বর্তমানে স্পেন অবস্থান করছেন। আগামী ২৭ মার্চ এই সিনেমার স্পেন অংশের শুটিং শেষ হবে।

সবশেষ শাহরুখ খানকে দেখা গেছে ‘জিরো’ সিনেমায়। এটি মুক্তি পায় ২০১৮ সালের ২১ ডিসেম্বর। তাই প্রিয় নায়ককে আবারও পর্দায় দেখতে অধীর আগ্রহে রয়েছেন তার ভক্তরা। প্রতিক্ষীত এ সিনেমাটি মুক্তি পাবে ২০২৩ সালের ২৫ জানুয়ারি।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ অ্যাকশন থ্রিলার ঘরনার সিনেমাটিতে শাহরুখের বিপরীতে রয়েছেন দীপিকা পাড়ুকোন। এছাড়াও রয়েছেন জন আব্রাহাম ও ডিম্পল কাপাডিয়া। বিশেষ একটি চরিত্রে দেখা যাবে সালমান খানকেও।  

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, মার্চ ২৬, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।