ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

হাসপাতালে পরীমনি

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০২২
হাসপাতালে পরীমনি পরীমনি

রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে। রোববার (২৭ মার্চ) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে এ তথ্য নিজেই নিশ্চিত করেছেন পরী নিজেই।

ওই ছবি ক্যাপশনে পরীমনি লেখেন, একটি দুর্ঘটনা। সেখান থেকে জানা যায়, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন তিনি।

হাসপাতালের প্রশাসনিক এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, শারীরিক দুর্বলতার কারণে মাথা ঘুরে হঠাৎ পড়ে যান পরীমনি। এরপর তার স্বজনরা আমাদের এখানে নিয়ে আসেন। রোববার সকাল ১০টার দিকে তাকে হাসপাতালের ভর্তি করা হয়েছে।  

তিনি আরও জানান, শারীরিক দুর্বলতার সঙ্গে পরীমনির বমির ভাব রয়েছে। হাসপাতালটির মেডিসিন বিশেষজ্ঞ নিখাত শায়লা অধীনে পরীর চিকিৎসা চলছে।

সম্প্রতি মুক্তি পেয়েছে পরীমনি অভিনীত সিনেমা ‘গুণিন’। এই সিনেমায় কাজ করতে গিয়েই চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে তার প্রেম হয় তার। এরপর ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন তারা। কিন্তু সেই খবর প্রকাশ করেন চলতি বছরের ১০ জানুয়ারি। একইসঙ্গে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন পরী।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।