ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

গ্র্যামি অ্যাওয়ার্ডস: সেরা গান ‘লিভ দ্য ডোর ওপেন’, অ্যালবাম ‘উই আর’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২২
গ্র্যামি অ্যাওয়ার্ডস: সেরা গান ‘লিভ দ্য ডোর ওপেন’, অ্যালবাম ‘উই আর’

বিশ্ব সঙ্গীতের সবচেয়ে বড় সম্মানজনক স্বীকৃতি গ্র্যামি অ্যাওয়ার্ড। এ বছর ৬৪তম আসরে সেরা গানের পুরস্কার পেয়েছে ‘লিভ দ্য ডোর ওপেন’।

এছাড়া বছর সেরা অ্যালবাম হয়েছে জন ব্যাটিস্টের ‘উই আর’।

লাস ভেগাসের এমজিএম গ্র্যান্ড গার্ডের এরিনায় স্থানীয় সময় রোববার (০৩ এপ্রিল) রাত ৮টায় বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় গ্র্যামি অ্যাওয়ার্ডস।  

বছরের সেরা গান ‘লিভ দ্য ডোর ওপেন’র সুর করেছেন ব্রুনো মার্স এবং অ্যান্ডারসন পাক।  

এবারের গ্র্যামিতে নজর কেড়েছেন ভারতীয় বংশোম্ভূত মার্কিন গায়িকা ফাল্গুনী শাহ। ‘চিলড্রেন মিউজিক বিভাগে’ সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছে ফাল্গুনীর অ্যালবাম ‘আ কালারফুল ওয়ার্ল্ড। ’ এই অ্যালবামে মূলত শিশুদের কথা ভেবেই গেয়েছেন ফাল্গুনী।  

এছাড়া সংগীত দুনিয়ার সবচেয়ে সম্মানজনক পুরস্কারটি এ বছর পেয়েছে পাকিস্তানি গায়িকা আরুজ আফতাব। তিনি ‘মহব্বত’ গানের জন্য ‘গ্লোবাল পারফরম্যান্স বিভাগে’ সেরা হয়েছেন। তিনি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা।

বছরের শুরুতে করোনার প্রকোপ বৃদ্ধির কারণে 'গ্র্যামিস' জানুয়ারির বদলে এপ্রিলে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তারিখ বদলের জন্য লস অ্যাঞ্জেলস থেকে লাস ভেগাসের এমজিএম গ্র্যান্ড গার্ডেন অ্যারেনায় স্থান পরিবর্তন করতে বাধ্য হয় গ্র্যামি কর্তৃপক্ষ।

৬৪তম গ্র্যামি অ্যাওয়ার্ড পেলেন যারা:

বছরের সেরা অ্যালবাম: জন ব্যাটিস্ট– ‘উই আর’
রেকর্ড অব দ্য ইয়ার: সিল্ক সনিক - লিভ দ্য ডোর ওপেন
সেরা নতুন শিল্পী: অলিভিয়া রডরিগো
সেরা র‍্যাপ অ্যালবাম: কল মি ইফ ইউ গেট লস্ট- টাইলার, দ্য ক্রিয়েটর
সেরা র‍্যাপ গান: দ্র্যাক-গড’স প্ল্যান
সেরা কান্ট্রি অ্যালবাম: ক্যাসি মাসগ্র্যাভস-গোল্ডেন আওয়ার
বছরের সেরা গান: জেল- কেনি ওয়েস্ট ফিচারিং জে-জেড
সেরা পপ একক পারফর্মেন্স: ড্রাইভার্স লাইসেন্স- অলিভিয়া রডরিগো 
সেরা পপ ভোকাল অ্যালবাম: সোর - অলিভিয়া রডরিগো
সেরা রক পারফরম্যান্স: মেকিং অ ফায়ার- ফু ফাইটার্স
সেরা মেটাল পারফরম্যান্স: দ্য অ্যালিয়েন -ড্রিম থিয়েটার
সেরা রক অ্যালবাম: মেডিসিন অ্য়াট মিডনাইট - ফু ফাইটার্স
সেরা মিউজিক ভিডিও: ফ্রিডম -জন ব্যাটিস্ট
সেরা দেশীয় একক পারফর্মেন্স: ক্যাসি মাসগ্র্যাভস-বাটারফ্লাইস
সেরা দেশীয় দ্বৈত/দলীয় পারফর্মেন্স: কিস মি মোর -ডোজা ক্যাট ও শিজা
সেরা কমেডি অ্যালবাম: সিনসিয়ারলি -লুই সি.কে.
সেরা আমেরিকারন অ্যালবাম: নেটিভ সানস -লস লোবোস ব্যান্ড 
সেরা মিউজিক ফিল্ম: সামার অব সৌল

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।