ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মা হারালেন যশ 

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২২
মা হারালেন যশ  জয়তী দাশগুপ্ত-যশ দাশগুপ্ত

ভারতের পশ্চিমবঙ্গের অভিনেতা যশ দাশগুপ্তের মা জয়তী দাশগুপ্ত আর নেই। রোববার (০৩ এপ্রিল) রাতে শেষ কলকাতার একটি হাসপাতালে নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জানা গেছে, মৃত্যুর আগে দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন জয়তী দাশগুপ্ত। রোববার রাতে হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে মারা যান তিনি।  

মায়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন যশ। কঠিন এই সময়ে তিনি ও তার পরিবারের সদস্যদের একান্তে থাকতে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে টিম যশের পক্ষ থেকে।

২০২১ সালের নির্বাচনের বিজেপিতে যোগ দিয়ে বিধানসভার প্রার্থী হয়েছিলেন যশ। কিন্তু জিততে পারেননি। এর কিছুদিন পর অভিনেত্রী নুসরাত জাহানের অন্তঃসত্ত্বা হওয়ার খবর শোনা যায়। এরপর নুসরাত ও যশের ছেলে ঈশানের জন্ম হয়। ব্যক্তিজীবন বেশ ভালোই চলছিল যশের।  

কলকাতার ডায়মন্ড সিটিতে যশের বাড়িতেই থাকতেন তার মা। নুসরাতের বাড়ি যেহেতু আলাদা, তাছাড়া ঈশানও ছোট, তাই তাকে নিয়ে দুই বাড়িতেই যাতায়াত করতেন তারকা জুটি।  

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।