ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জন্মদিনে সন্তান ও নাতি-নাতনিদের নিয়ে কেক কাটলেন ডিপজল

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২২
জন্মদিনে সন্তান ও নাতি-নাতনিদের নিয়ে কেক কাটলেন ডিপজল ছেলে-মেয়ে ও নাতি-নাতনিদের সঙ্গে ডিপজল

জীবনের আরেকটি বসন্ত পার করলেন ঢাকাই সিনেমার ‘মুভিলর্ড’খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। বুধবার (০৬ এপ্রিল) ৬০ বছরে পদার্পণ করলেন তিনি।

বিশেষ এই দিনটিতে ছেলে-মেয়ে ও নাতি-নাতনিদের সঙ্গে কেক কেটে উদযাপন করেছেন এই অভিনেতা।

সামাজিকমাধ্যম ফেসবুকে পরিবারের সদস্যদের সঙ্গে জন্মদিন উদযাপনের সময়ের ছবি ও ভিডিও শেয়ার করছেন ডিপজল।

এর ক্যাপশনে এই অভিনেতা লেখেন, ‘আমি অভিভূত আমার সন্তানদের কাছ থেকে জন্মদিনের সারপ্রাইজ পেয়ে। তোমরা আমার পৃথিবী। একজন বাবা হিসেবে তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। ’

১৯৬২ সালের আজকের এই দিনে রাজধানী ঢাকার মিরপুরের বাগবাড়িতে জন্মগ্রহণ করেন ডিপজল। ১৯৮৬ সালে নির্মাতা মনতাজুর রহমান আকবরের ‘টাকার পাহাড়’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আগমন ঘটে তার।  

ক্যারিয়ারের শুরুটা হয় নায়ক হিসেবে। এরপর ১৯৯৯ সালে ‘ভয়ংকর বিষু’ ও ‘আম্মাজান’ চলচ্চিত্র দিয়ে খলনায়ক হিসেবে নতুন যাত্রা শুরু হয় এই অভিনেতার। এরপর একের পর এক সিনেমায় খল চরিত্রে অভিনয় করে গেছেন তিনি।

এক সময়ের দাপুটে খল অভিনেতা ডিপজল নায়ক চরিত্রে অভিনয় করেও সফলতা পেয়েছেন। বর্তমানে নায়ক ও চরিত্রাভিনেতা হিসেবে কাজ করে যাচ্ছেন তিনি।  

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।