ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিয়ের আলোচনার মধ্যেই মায়ের সঙ্গে শুটিংয়ে রণবীর

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২২
বিয়ের আলোচনার মধ্যেই মায়ের সঙ্গে শুটিংয়ে রণবীর মা নীতু কাপুরের সেলফিতে রণবীর কাপুর

সামাজিকমাধ্যমে ছেলে রণবীর কাপুরের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী নীতু কাপুর। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আমার হৃদ স্পন্দনের সঙ্গে বিজ্ঞাপনের শুটিংয়ে।

বুধবার ছেলে রণবীরের সঙ্গে বিজ্ঞাপনের শুটিংয়ের সময় ওই ছবিটি তুলেন নীতু। মা-ছেলের সুন্দর মুহূর্তের ছবিটিতে রীতিমতো মজেছে নেট দুনিয়া। এর কমেন্টে ভেসে আসতে থাকে মা-ছেলেকে নিয়ে প্রশংসামূলক মন্তব্য।  

একজন লেখেন, ‘ঈশ্বর আপনাদের দু’জনের মঙ্গল করুন। ’ আরেকজন লেখেন, ‘মায়ের চকলেট বয়। ’

সম্প্রতি সময়ে বিয়ের খবরে আলোচনায় রয়েছেন রণবীর কাপুর। আগে জানা গিয়েছিল, আসছে ১৭ এপ্রিল অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন রণবীর।

পরে জানা যায়, চেম্বুরের আরকে স্টুডিওতে ১৫ এপ্রিল মালা বদল করবেন রণবীর-আলিয়া। এই স্টুডিওতেই দাম্পত্য জীবন শুরু করেছিলেন রণবীরের বাবা-মা অর্থাৎ নীতু সিং এবং প্রয়াত অভিনেতা ঋষি কাপুর।  

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।