ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অবন্তী সিঁথির নতুন গান ‘সুর সাগরের তীরে’ 

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২২
অবন্তী সিঁথির নতুন গান ‘সুর সাগরের তীরে’  অবন্তী সিঁথি

সম্প্রতি মুক্তি পেয়েছে সঙ্গীতশিল্পী অবন্তী সিঁথির নতুন গান ‘সুর সাগরের তীরে’। আহসান কবিরের কথায় গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন জিয়াউল হাসান পিয়াল।

রম্যলেখক ও অভিনেতা আহসান কবির বলেন, ‘গানটি প্রথম কবিতা আকারে লেখা হয়েছিল ২০১৭ সালে। যা পূর্ণতা পায় পরের বছর। এটা আসলে কবি হেলাল হাফিজ প্রভাবিত একটা গান। হেলাল হাফিজের জনপ্রিয় লাইন- ‘আর না হলে যত্ন করে ভুলেই যেও’ এর প্রভাব আছে গানে। গানের শেষ অংশ ভিন্নরকম। ’

সঙ্গীত পরিচালক জিয়াউল হাসান পিয়াল বলেন, ‘আমার সঙ্গীত পরিচালনায় আহসান কবিরের লেখা ও অবন্তী সিঁথির গাওয়া এটি দ্বিতীয় গান। সুর সাগরের তীরে গানটা বিষণ্ন এক সুরেলা গান, যা মানুষের হৃদয়কে দোলা দেবে বলে মনে করি। ’

জানা যায়, উর্বশী গানের সিঁড়ির ব্যানারে প্রকাশিত হয়েছে ‘সুর সাগরের তীরে’ শিরোনামের গানটি।  

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।