ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মোশাররফ করিমের অবয়বে নিউটনের ছায়া!

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২২
মোশাররফ করিমের অবয়বে নিউটনের ছায়া! মোশাররফ করিম

দর্শকপ্রিয় অভিনেতা মোশাররফ করিম এবার হাজির হচ্ছেন জগৎখ্যাত বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনের রূপে। এই অভিনেতাতে নতুন একটি ওয়েব সিরিজে এমন চরিত্রে দেখা মিলবে।

সিরিজটির নামও ‘আইজ্যাক লিটন’!

ইতিমধ্যে প্রকাশিত হয়েছে সিরিজটির পোস্টার। যেখানে মোশাররফ করিমের অবয়বে ফুটে উঠেছে স্যার আইজ্যাক নিউটনের ছায়া। করছেন আপেল নিয়ে গবেষণা। এতে তার সঙ্গে আছেন অর্চিতা স্পর্শিয়া। নানা ধরনের উদ্ভট কাণ্ডে জড়িয়েছেন তিনিও।  

জানা যায়, সিরিজটি রচনা ও পরিচালনা করেছেন আশরাফুজ্জামান। এই নির্মাতা বলেন, ‘স্রোতের বিপরীতে হাঁটা মানুষের গল্প এটা। মূলত বিনোদনের জন্যই তৈরি করা হচ্ছে। আসছে ঈদে এটি মুক্তি পাবে। ’

তিনি আরও জানান, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ওয়েব সিরিজটির দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে। সিরিজটি বিঞ্জ অ্যাপে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।