ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

ঈদে প্রথমবার ফারহান-তিশা 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২২
ঈদে প্রথমবার ফারহান-তিশা  তানজিন তিশা-মুশফিক আর ফারহান-

মুশফিক আর ফারহান এবং তানজিন তিশাকে একসঙ্গে কাজ করতে দেখা যায়নি। এই দুই তারকা নতুন জুটি হিসেবে ঈদে পর্দায় আসতে যাচ্ছেন।

তাদের দু’জনের জুটি বেঁধে অভিনয় উপভোগ করবেন দর্শক, এমনটাই প্রত্যাশা করছেন নির্মাতা জাকারিয়া সৌখিন।

এই নির্মাতা ফারহান ও তিশাকে নিয়ে তৈরি করেছেন ঈদের বিশেষ নাটক ‘ওয়েডিং ক্রাশ’।  

প্রথমবার একসঙ্গে কাজ করা প্রসঙ্গে অভিনেতা ফারহান বলেন, ‘যে কোনো নতুন অভিজ্ঞতাই আমি উপভোগ করি। তানজিন তিশার সঙ্গে কাজ করাটাকেও এনজয় করেছি। জাকারিয়া সৌখিন ভাই খুব চমৎকার একটি গল্পে ‘ওয়েডিং ক্রাশ’ নাটকটি তৈরি করেছেন। চরিত্র ও সংলাপগুলো সবার মনে ধরবে আশা করছি। ’

এ নিয়ে অভিনেত্রী তিশা বলেন, ‘একটি পিওর রোমান্টিক গল্পের নাটক। যার পরিণতি দর্শকের মন ছুঁয়ে যাবে। এ নাটকটি দিয়ে প্রথমবার ফারহানের সঙ্গে কাজ করা হলো। সে এখন খুব ভালো কাজ করছে। আমার বিশ্বাস, দর্শক আমাদেও জুটি ও রসায়ন পছন্দ করবেন। ’

নতুন জুটি নিয়ে নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, ‘আসলে আমাদের দেশে শিল্পী সংকট রয়েছে। তাই নতুন জুটি মানে নতুন কেমিস্ট্রির সম্ভাবনা। এই জুটিকে যদি দর্শক গ্রহণ করেন, তবে সব নির্মাতা এবং আমাদের নাটক ইন্ড্রাষ্ট্রির জন্যই ভালো। ’ 

নাটকটি নিয়ে সিএমভি’র কর্ণধার এসকে শাহেদ আলী বলেন, ‘ঈদ অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে প্রচার ‘ওয়েডিং ক্রাশ’ নাটকটি। সময়ের ক্রেজ দুই তারকা প্রথমবার একসঙ্গে কাজ করেছেন এ নাটকে। এর গল্প ও নির্মাণও বেশ চমৎকার হয়েছে। দর্শক নাটকটি উপভোগ করবেন আমার বিশ্বাস। ’

বাংলাদেশ সময়: ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।