ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

চলে গেলেন চিত্রপরিচালক তমিজ উদ্দীন রিজভী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২২
চলে গেলেন চিত্রপরিচালক তমিজ উদ্দীন রিজভী তমিজ উদ্দীন রিজভী

ঢাকা: না ফেরার দেশে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র পরিচালক তমিজ উদ্দীন রিজভী। সোমবার (২৫ এপ্রিল) রাত ৮ টায় ঢাকার রাশমনো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।

তার মৃত্যুর তথ্যটি বাংলানিউজকে নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উপ-মহাসচিব কাবিরুল ইসলাম রানা।

তিনি বলেন, ‘তমিজ উদ্দীন রিজভী ভাই দীর্ঘদিন কিডনি জনিত রোগে ভুগছিলেন। আজ আমাদের ছেড়ে চলে গেলেন। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে তার আত্মার শান্তি কামনা করছি ও মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ’

রানা আরো জানান, মঙ্গলবার (২৬ এপ্রিল) বাদ যোহর নারায়ণগঞ্জে তমিজ উদ্দীন রিজভীর জানাজা শেষে দাফন করা হবে।  

ফারুক, কবরী ও সালমান শাহ-এর মতো তারকারা তমিজ উদ্দীন রিজভী পরিচালনায় অভিনয় করেছেন। এই পরিচালক ‘ছোট মা’, ‘জিদ্দি’, ‘আশা ভালোবাসা’, ‘জেলের মেয়ে’, ‘জবাবদিহি’ ও আশীর্বাদ’র মতো সিনেমা নির্মাণ করেছেন।

বাংলাদেশ সময়: ০১৪৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২২
জেআইএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।