ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

ঈদে হাবিবের সুরে ফেরদৌস ওয়াহিদের গান

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২২
ঈদে হাবিবের সুরে ফেরদৌস ওয়াহিদের গান ফেরদৌস ওয়াহিদ, হাবিব ওয়াহিদ

জনপ্রিয় পপস্টার ফেরদৌস ওয়াহিদ ছেলে হাবিব ওয়াহিদের সুরে ১৫টির মতো গানে কণ্ঠ দিয়েছেন। সর্বশেষ দুই বছর আগে একটি কোম্পানির থিম সং-এ কণ্ঠ দিয়েছিলেন তিনি।

এবার ঈদ উপলক্ষে হাবিবের সুরে একটি নতুন গানে কণ্ঠ দিলেন ফেরদৌস ওয়াহিদ। গানের শিরোনাম ‘নীল শাড়ি’।  

জানা যায়, গানটির কথা লিখেছেন সুহৃদ সুফিয়ান। এ গানটি হাবিব ওয়াহিদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হবে।  

গানটির বিষয়ে ফেরদৌস ওয়াহিদ বলেন, হঠাৎ করে হাবিব স্টুডিওতে ডেকে গানটি শুনিয়ে বলল ভয়েস দাও। মনে হলো সেই সত্তর দশকের ওয়েস্টার্ন মিউজিকে গানটি গাইলাম! এমন গানে কণ্ঠ দেওয়ার পর মন খুশিতে ভরে যায়। এ যেন ছেলের কাছ থেকে ঈদের উপহার।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।