ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

আড়ালে থাকার কারণ জানালেন বিপ্লব

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২২
আড়ালে থাকার কারণ জানালেন বিপ্লব প্রমিথিউস ব্যান্ডের ভোকাল বিপ্লব

দীর্ঘ পাঁচ বছর পর চোখের দেখা দিলেন প্রমিথিউস ব্যান্ডের ভোকাল বিপ্লব। ঈদ উপলক্ষে চ্যানেল ২৪-এর ‘কালার্স ২৪’ নামের অনুষ্ঠানে অতিথি হয়ে অনলাইনে যুক্ত হয়েছিলেন তিনি।

যেখানে তিনি বলেছেন, পাঁচ বছর আড়ালে থাকার কারণ।

ক্যারিয়ারের তুঙ্গে থাকার সময় বিপ্লব কেন হঠাৎ পাড়ি জমিয়েছেন আমেরিকায়? কারও ওপর ছিল কি কোনো রাগ-ক্ষোভ-অভিমান? এমন সব প্রশ্নের উত্তর দিয়েছেন এই সংগীতশিল্পী।

শুধু তাই নয়, এ অনুষ্ঠানে গিটার হাতে গেয়েছেন নিজের জনপ্রিয় গান। নাজমুল আলম রানার প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন শাহরিন জেবিন।    

এদিকে, ঈদ উপলক্ষে বিপ্লবের নিজস্ব চ্যানেলে প্রকাশ পেয়েছে ‘জেট লাগ ভালোবাসা’ শিরোনামের একটি গান। ডুয়েট যে গানে তার সহশিল্পী তানজিনা রুমা। অনুষ্ঠানে গানটির তৈরির পেছনের গল্প নিয়েও কথা বলেন বিপ্লব ও তানজিনা রুমা।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।